প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ


 

 

 

শেখ হাসিনাকে হত্যা চেষ্টার খবর ভিত্তিহীন: পিএমও

 

 

 

সেপ্টেম্বর ২৫, ২০১৭ ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার যে খবর বিদেশি সংবাদ মাধ্যমে এসেছে তা ভিত্তিহীন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

বিদেশি সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদপত্রে খবরটি প্রকাশের পর রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর উপর গত ২৪ আগস্টে হামলার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

তার আগে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমুও সাংবাদিকদের বলেছিলেন, এ খবরের সত্যতা পাননি তারা।

রোববার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে আমু বলেন, এ বিষয়ে সত্যতা আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি।

ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য বা ছবি দেখে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান শিল্পমন্ত্রী আমু।

ইউটিউব একটি সস্তা জিনিস হয়ে গেছে যার যা খুশি সেখানে প্রচার করে বেড়ায়, ইউটিউবের মাধ্যমে কিছু ভুল তথ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এগুলোর দিকে জনগণের দৃষ্টি না দেয়াই ভালো বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। জাতিসংঘে সাধারণ অধিবেশনে গত বৃহস্পতিবার ভাষণ দেন তিনি।

প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে ধারাবাহিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল জেএমবি জঙ্গিরা। বাংলাদেশ ও ভারতের জঙ্গি-সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা তা ভেস্তে দেন।

ভারতের গণমাধ্যমে এই খবর আসার পর আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার থেকে এ তথ্য পাওয়া গিয়েছে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 
 

[প্রথমপাতা]