প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জানুয়ারির শেষের দিকে এসডিএফ এফ-৩৫ বিমান মোতায়েন করছে
 


কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২১, ২০১৮ ।।

জাপানের সেলফ ডিফেন্স ফোর্স বলেছে তারা আওমোরি প্রিফেকচারের মিসাওয়া ঘাঁটিতে চলতি মাসের শেষের দিকে একটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করবে।

৪২টি এফ-৩৫এস বিমানের প্রথমটি জাপানে সরবরাহ করা হচ্ছে। অত্যাধুনিক বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুসারে জাপানের পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে আবির্ভুত হতে যাচ্ছে।

এফ-৩৫ আমেরিকা সহ অপর ৮ দেশ মিলে উন্নয়ন করা। এর স্টেলথ প্রযুক্তির কারণে রাডারের পক্ষে একে সনাক্ত করা কঠিন।

প্রতিটি বিমানের জন্যে খরচ পড়ছে ১৩ কোটি ৫০ লক্ষ ডলার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা হলো ২০১৮ অর্থ বছরে আরো ৯টি এফ-৩৫এস মিসাওয়া ঘাঁটিতে মোতায়েন করা। এনএইচকে। 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]