প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

মঙ্গলবার টোকিওতে ২৩৭ জনের করোনাভাইরাস সনাক্ত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ২১, ২০২০ ।।

টোকিও পৌর সরকার মঙ্গলবার ২৩৭ জনের নতুন করে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে। গভর্নর ইউরিকো কোইকে বলেছেন অর্থনীতিকে পুনরায় সক্রিয় এবং সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে রাজধানীকে সংগ্রাম করতে হচ্ছে।

টোকিও'তে সমষ্টিগতভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮১৬ জন, মঙ্গলবার তিনদিনের মধ্যে প্রথমবারের মত ২০০ অতিক্রম করেছে।

মে মাসের শেষের দিকে সরকার জরুরি অবস্থা তুলে নেয়ার পর থেকে টোকিও সহ বিভিন্ন অন্যান্য শহর গুলোতে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

এ মাসে দু'দিন বাদে বাকি দিনগুলোতে টোকিও'তে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা ছুঁয়েছে।

শুক্রবার টোকিওতে নতুন আক্রান্তের সংখ্যা ছিলো ২৯৩।

১৫ জুলাই মহানগর সরকার মহামারির জন্যে সতর্কতার মাত্রা সর্বোচ্চ ৪ এ উন্নীত করেছে যার অর্থ "সংক্রমণ বাড়ছে"।

এদিকে ওসাকা'তে করোনা আক্রান্ত হয়েছেন ৭২ জন, সাইতামা'তে ৪২ জন, কানাগাওয়া'তে ৩০ জন, কিয়োতো'তে ২০ জন, চিবা'তে ১৫ জন, ফুকুওকা'তে ১৪ জন। সারা জাপানে একদিনে আক্রান্ত হয়েছেন ৫২৭ জন। মঙ্গলবার দিনশেষে জাপানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৫৫৬ জন। 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]