প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে রহস্যজনক ভাবে মারা যাচ্ছে 'জীবিত জীবাশ্ম' কাঁকড়া

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ১৯, ২০১৬ ।।

'জীবিত জীবাশ্ম' বলে পরিচিত হাজার হাজার কাঁকড়াকে দক্ষিণ জাপানে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, অদ্ভুত ধরণের প্রজাতিটি নিয়ে যারা গবেষণা করছেন তারা এই ঘটনাতে বিস্মিত। প্রাণীটি পৃথিবীর প্রাচীনতম প্রজাতির একটি।

অশ্বখুরাকৃতি কাঁকড়া গুলো তার নীল রক্তের জন্যে পরিচিত, পশ্চিম এবং দক্ষিণ জাপানে প্রতিবছর গরমের মৌসুমে নিয়মিত জোয়ারে ভেসে হাজির হয়ে থাকে। কিতাকিয়ুশু শহরের একটি স্থানে তারা নিয়মিত ডিমও পাড়ে।

কিছু মৃত্যু অপরিবর্তনীয় প্রক্রিয়া কিন্তু এ বছর স্থানীয় সংরক্ষণ গ্রুপ গুলো দেখছেন আর্থ্রোপোড পর্বের অমেরুদন্ডী প্রাণীর মৃত্যুর হার অস্বাভাবিক রকম বেশি।

"ডিম পাড়ার সময় সংরক্ষণ গ্রুপ গুলো ৫ থেকে ১০টি মৃত কাঁকড়া দেখছেন প্রতিদিন, তারা তার হিসেব রাখা শুরু করেছেন" বলে জানিয়েছেন কিতাকিউশু শহর কর্মকর্তা কেনজি সাতো।

"মৃত অশ্বখুরাকৃতি কাঁকড়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫০০তে" সাতো বলেন।

আসাহি শিমবুন জানিয়েছে মৃত্যুর হার স্বাভাবিকের চেয়ে ৮ গুন বেশি।

সাতো জানান ঠিক কী কারণে এগুলোর মৃত্যু হচ্ছে তা নিয়ে বিশেষজ্ঞরা বিভক্ত রয়েছেন, তবে অনেকেই মনে করছেন সমুদ্রের পানি উষ্ণ হয়ে ওঠা, পরজীবী বা রোগ ইত্যাদি এর পেছনে দায়ী হতে পারে।

জাপানে কাঁকড়ার প্রজাতিটিকে ইতিমধ্যেই "বিপন্ন" হিসেবে ঘোষণা দেয়া হয়েছে, এখানে কাঁকড়ার সংখ্যা দিনদিন কমে আসছে কেননা তাদের বিচরণ ক্ষেত্র গুলো ধ্বংস হয়ে যাচ্ছে।

জাপানে "কাবুতোগানি" নামে পরিচিত অশ্বখুরাকৃতি কাঁকড়ার পূর্বপুরুষ ৪৫ কোটি বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করতো।

নামে তাদেরকে কাঁকড়া বলা হলেও বাস্তবে তারা কাঁকড়া নয়, তার নিকটাত্মীয় হলো মাকড়সা এবং কাঁকড়াবিছা।

অনেক প্রাণীই তাদের রক্তসংবহন তন্ত্র ব্যবহার করে শরীরে অক্সিজেন সরবরাহ করার জন্যে, তবে অশ্বখুরাকৃতি কাঁকড়া এ জন্যে তামা ব্যবহার করে -সে কারণে এর রক্ত নীল।

এক প্রজাতির অশ্বখুরাকৃতি কাঁকড়ার রক্ত এতটাই সংবেদনশীল ভাবে জমাট বাঁধে যে ব্যকটেরিয়া পর্যন্ত তারা সনাক্ত করতে পারে।

১৯৭০ সাল থেকে প্রাণীটির চাষ চলছে এবং বিজ্ঞানীরা চিকিৎসা সরঞ্জাম ব্যকটেরিয়া মুক্ত করতে এবং শিরায় প্রদানের ড্রাগে ব্যবহারের জন্যে পরীক্ষা-নিরীক্ষা করছেন। এএফপি।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]