প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

উত্তর কোরিয়া সংক্রান্ত জরুরি পরিস্থিতির জন্যে প্রস্তুত হচ্ছে জাপান

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৪, ২০১৭ ।।

উত্তর কোরিয়ার সামরিক উত্তেজনার মধ্যে আমেরিকা পারমাণবিক শক্তিচালিত বিমাববাহী জাহাজ ইউএএসএস কার্ল ভিনসেন'কে কোরিয় উপদ্বীপে পাঠিয়েছে। জাপান সরকার ইতিমধ্যেই আমেরিকা'কে বলেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যদি সামরিক পদক্ষেপ গ্রহণ করতেই হয় তবে যেন আগেই ভাগেই বিষয়টি জাপানকে জানিয়ে রাখে, অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়া সম্ভব হবে।

আকস্মিক পরিস্থিতির সৃষ্টি হলে জাপান সরকার আমেরিকার সাথে যৌথ ভাবে সমারিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় আনছেন জাপান সরকার।

বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জোর দিয়ে বলেন এ অঞ্চলে উত্তেজনা ক্রমেই জটিল হয়ে উঠছে। "মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন সমস্ত বিকল্পই টেবিলে রয়ে গেছে। এটি একটি বাস্তবতা যে উত্তেজনা বাড়ছে" প্রধানমন্ত্রীর অফিস থেকে উল্লেখ করা হয়।

"যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা আমেরিকা'কে বলবো অপহৃতদের উদ্ধারে যেনো জাপানের সাথে সহযোগিতা করে" আবে বলেন। ইয়োমিউরি শিমবুন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]