প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

২০২৫ ওসাকা এক্সপো'র নীলনক্সার কেন্দ্রে প্যাভিলিয়্ন, পানি আর শ্যামলিমা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ২৫, ২০১৭ ।।

২০২৫ সালে ওসাকা'তে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে জাপানের নীলনক্সায় স্থান পেয়েছে একটি কৃত্তিম দ্বীপে প্যাভিলিয়ন, পানি এবং সবুজ গাছপালার শ্যামলিমা।

সেপ্টেম্বরের ২২ তারিখ সরকার ইভেন্টে জড়িত হবে এমন মন্ত্রণালয় ও সংস্থাগুলির একটি বৈঠক তার পরিকল্পনার সারসংক্ষেপ প্রকাশ করে।

২৫ সেপ্টেম্বর প্যারিসে ব্যুরো অফ ইন্টারন্যাশনাল ডেস এক্সপোজিশনস (বিআইই) পরিকল্পনা জমা দেওয়ার কথা করছে।

২০২৫ সালের মে মাসের ৩ তারিখ থেকে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত ইউমেশিমা দ্বীপে "আমাদের ভবিষ্যত সমাজের জীবনযাত্রার জন্যে নক্সা" থিমের উপর এটি প্রস্তুত করা হয়েছে।

আশা করা হচ্ছে যে ১৫০টি দেশ এই ইভেন্টে অংশগ্রহণ করবে এবং সরকার আশা করছে ২ কোটি ৮০ লক্ষ দর্শক এখানে আসবেন।

১৫৫ হেক্টর জুড়ে তিনটি এলাকায় থাকছে প্যাভিলিয়ন ওয়ার্ল্ড, ওয়াটার ওয়ার্ল্ড এবং গ্রীন ওয়ার্ল্ড। আসাহি।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]