প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

  

কক্সবাজার শহর থেকে পর্যটকের বাস চুরি

 

 

 

চঞ্চল দাশগুপ্ত,কক্সবাজার প্রতিনিধি ।। সেপ্টেম্বর ১৮, ২০১৬ ।।

ঢাকা থেকে পর্যটক নিয়ে আসা এবার আস্ত একটি যাত্রীবাহী বাস চুরি হয়েছে। সাগর পাড়ে পর্যটকদের রিজার্ভ করে আনা ৪৫ সিটের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা এই প্রথম ঘটল। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে শহরের গোল চত্বর মাঠ থেকে বাসটি চুরি হয় বলে জানা গেছে। ওই গাড়ীর চালক বিল্লাল কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছে। গাড়ির মালিক মোহসীন গতরাতেই কক্সবাজারে এসে পৌঁছেন।
জানা যায় গত ১৪ সেপ্টেম্বর লাল সাদা রংয়ের গ্রামীণ সেবা নামে একটি যাত্রীবাহী বাস (যার ঢাকা মেট্রো নংÑ১৪-৮৮৪৪) একদল পর্যটক নিয়ে কক্সবাজারে আসে। বাসটি কক্সবাজারের পর্যটকদের নামিয়ে শহরের গোল চত্বর এলাকায় অবস্থান নেয়। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ওই স্থান থেকে বাসটি চুরি হয়ে যায়। জানা গেছে, রাজধানী ঢাকার গুলিস্থান ও বিকেএসপি সড়কে চলাচলকারি গাড়িটি রিজার্ভ করে সাভারের একদল লোক কক্সবাজার বেড়াতে আসেন। আসার সময় গাড়ির চালক বিল্লাল ও হেলপার পারভেজের সাথে কৌশলে শরিফ নামের একজন গাড়ীটিতে করে কক্সবাজার আসে। সন্দেহ করা হচ্ছে কৌশলে শরিফই গাড়িটি নিয়ে চম্পট দিয়েছে।
পরে এই ঘটনায় ঢাকা সাভার এলাকার জনৈক বিল্লাল বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে গাড়ির হেলফার থানায় চুরি হওয়া আরেকটি গাড়ির জন্য আরেকটি ডায়েরী করতে গেলে মালিক পক্ষের কথামতো হেলপার পারভেজকে আটক করে পুলিশ। আটক হেলপার মানিকগঞ্জের বাসিন্দা। গতরাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এটি একটি নতুন ধরনের অপরাধ কার্যক্রম শুরু হয়েছে কক্সবাজারে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে চুরি হওয়া গাড়িটি উদ্ধারের জন্য।
 

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]