প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

নারীদের নিয়ে মন্তব্যঃ পদত্যাগ করছেন মোরি, কাওয়াগবুচি স্থলাভিষিক্ত হচ্ছেন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ১২, ২০২১ ।।

২০২০ টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি পদত্যাগ করবেন বলে বৃহস্পতিবার দু'টি সূত্র জানিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন তিনি এই বিতর্ককে আর টেনে নিতে দেবেন না।

মোরি'র পদত্যাগ এ বছর স্থগিত অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সন্দেহকে আরো জোরদার করবে।

ঘটনার সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র বলেছে মরি'র স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাপান ফুটবল অ‌্যাসোসিশনের সাবেক প্রেসিডেন্ট ও অলিম্পিক ভিলেজের মেয়র সাবুরো কাওয়াবুচি।

কাওয়াবুচি (৮৪) ১৯৬৪ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে জাপান ফুটবল দলের প্রতিনিধি ছিলেন এবং ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ ভাবে ফিফা বিশ্বকাপে আয়োজনে ভূমিকা পালন করেন।

এ মাসের গোড়ার দিকে জাপান অলিম্পিক কমিটির বোর্ড মিটিংয়ে মোরি এক মন্তব্যে বলেন - মহিলারা অনেক কথা বলেন। তার এই মন্তব্যে দেশে-বিদেশে সমালোচনার ঝড় বইয়ে দেয়।

মোরি (৮৩) বলেছেন তিনি শুক্রবার এক বৈঠকে তার চিন্তাভাবনা সম্পর্কে ব্যাখ্যা দেবেন তবে তাকে ইস্যুটির বোঝা বয়ে বেড়াতে হবে।

তবে তার মন্তব্য পার্লামেন্টেও তীব্র সমালোচনার মউখে পড়ে, বিরোধী আইনপ্রণেতারা তার পদত্যাগ দাবি করে আসছিলেন। রয়টার্স।   

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]