চীনা উপকূল রক্ষা আইন নিয়ে উত্তেজনা, সরব জাপান

কমিউনিটি রিপোর্ট ।।
ফেব্রুয়ারি ১১, ২০২১ ।।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি চীনের নব প্রবর্তিত উপকূল রক্ষা আইন নিয়ে
"বড় রকমের সন্দেহ" প্রকাশ করেছেন। নতুন আইনটিতে উপকূলরক্ষী বাহিনীকে বিদেশী
জাহাজের উপর গুলি বর্ষণের অনুমতি দেয়া হয়েছে।
টোকিওতে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জোসেফ ইয়াং'য়ের সাথে বৈঠকে
কিশি এই মন্তব্য করেন।
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন আইনটি "একেবারেই অগ্রহণযোগ্য", তিনি জোর দিয়ে বলেন
আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিহীন কোনো প্রশাসনিক আইন জাপান মেনে নেবে না।
জাপানের ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির বিদেশ বিষয়ক বিভাগ এবং জাতীয়
প্রতিরক্ষা বিভাগ মঙ্গলবার যৌথভাবে এক বৈঠকে মিলিত হন। সেখানে অংশগ্রহণকারীদের
কেউ কেউ বলেন জাপান সরকারের উচিত আমেরিকাকে দিয়ে চীনের উপকূল রক্ষা আইন নিয়ে
একটি সুস্পষ্ট বার্তা প্রদান করা।
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে নতুন আইনটি কার্যকর হয়েছে, তাদের উপকূলরক্ষী বাহিনীকে
বেইজিং দাবীকৃত সমুদ্র সীমার ভেতর বিদেশে জাহাজের উপস্থিতিকে তার সার্বভৌমত্যের
লঙ্ঘন হিসেবে গণ্য করে গুলি করার অনুমতি প্রদান করা হয়েছে। জিজিপ্রেস।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |