প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানের শীর্ষ আদালত আদেশের নাম ছাড়া, গোপন তহবিলের কাগজপত্র প্রকাশ করার নির্দেশ দিয়েছে
 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ২১, ২০১৮ ।।

জাপানের সুপ্রিম কোর্ট শুক্রবার সরকার কথিত গোপন তহবিলের কিছু প্রশাসনিক দলিলপত্র প্রকাশের নির্দেশ দিয়েছে তবে কীভাবে এবং করা তহবিল ব্যবহার করেছেন সেগুলো প্রকাশ না করতে বলেছে।

জাপানে গোপন তহবিল প্রকাশের ব্যাপারে এই প্রথম এ ধরণের কোনো রায় দেয়া হলো, প্রধান মন্ত্রী পরিষদ সচিবদের কর্তৃত্বাধীনে এ সব তহবিল গোয়েন্দা তথ্য এবং অন্যান্য জাতীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে।

এ সব অর্থ বাস্তবে কী ভাবে ব্যবহার করা হয়েছে তা জনগণের অজানা, যদিও সব মিলে কী পরিমান অর্থ ব্যয় করা হয়েছে সরকার সেই তথ্য প্রকাশ করেছে।

একটি নাগরিক গ্ৰুপের সদস্যদের করা মামলায় তিন মন্ত্রী পরিষদ সচিবের ব্যবহার করা ২শ' ৭১ কোটি ইয়েন (২ কোটি ৪৫ লক্ষ ইয়েন) এর তথ্য প্রকাশের দাবি জানান। ১১০ কোটি ইয়েন ২০০৫-২০০৬ সালের মধ্যে শিনজো আবে, ২০০৯ সালের সেপ্টেম্বরে ২৫ কোটি ইয়েন তাকেও কাওয়ামুরা এবং ২০১৩ সালে ১৩৬ কোটি ইয়েন ইয়োশিহিদে সুগা ব্যবহার করেন। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]