প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

বিশ্বের সবচেয়ে আধুনিক শহর গুলোর তালিকার শীর্ষে টোকিও

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ১২, ২০১৮ ।।

"রোবোটিক্স এবং থ্রিডি উৎপাদন বিশ্ব-ঝলকান প্রবণতা" গ্রহণ করে লন্ডন এবং নিউ ইয়র্ককে ডিঙিয়ে বিশ্বের সবচেয়ে আধুনিক শহর গুলোর তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে টোকিও।

তিন বছর আগে বিশ্বের শীর্ষ ১০ আধুনিক শহর ইনডেক্সে প্যারিসের পেছনে থেকে ভেতর ঢোকার পর এ বছর জাপানের রাজধানী দ্রুত শীর্ষে উঠে আসে।

"এ বছর আমাদের কাছে সবচেয়ে বিস্ময়কর লেগেছে টোকিও'র পুনরূত্থান, বোস্টনের মতো প্রতিদ্বন্দ্বী শহরকে আচ্ছাদিত করে করে ফেলা" বাণিজ্যিক তথ্য সরবরাহকারী 'টুথিঙ্কনাউ'র পরিচালক ক্রিস্টোফার হায়ার বার্ষিক র‌্যাংকিং প্রকাশ করে বলেন।

সিঙ্গাপুর, সিডনি এবং সিউলও ব্যাংকিংয়ে উপরে উঠে এসেছে, ওয়েব সেন্সরশিপ, সম্পদ বিতরণ এবং সবুজ ব্যবসায়ের সম্ভাব্যতা সহ ১৬২টি সূচক ব্যবহার করা হয়। রয়টার্স।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]