প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

ফিগার স্কেটার মাও আসাদা অবসর নিলেনঃ সাংবাদিক সম্মেলনে কারণ ব্যাখ্যা

 

Image result for Figure skater Mao Asada explains retirement


কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৪, ২০১৭ ।।

জাপানের ফিগার স্কেটিং আইকন মাও আসাদা বলেছেন তিনি গত ডিসেম্বরে স্থানীয় একটি প্রতিযোগীতায় অংশ নেয়ার পর থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিযোগীতায় তার অবস্থান ছিলো ১২, তার ক্যারিয়ারের এটিই ছিলো সবচেয়ে বাজে পারফরম্যান্স।

সোমবার আসাদা তার ব্লগে অবসরের সিদ্ধান্তের কথা জানান। তিনি জাপানের ফিগার স্কেটিংয়ে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছিলেন।

তার উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে রয়েছে ২০১০ সালে ভ্যাঙ্কুবার অলিম্পিকে রৌপ্য পদক অর্জন এবং তিনবার ওয়ার্ল্ড ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা।

বুধবার এক সংবাদ সম্মেলনে আসাদা তার কঠিন সময়ে সাহায্য করায় ভক্তদের প্রতি ধন্যবাদ জানান।

তিনি বর্ণনা দিয়ে বলেন গত বছর জাতীয় চ্যাম্পিয়নশীপে হতাশাজনক পারফরম্যান্সের পর তার মনে হচ্ছে অবসর নেয়ার এটাই উপযুক্ত সময়।

দু'বছর আগে বিরোতি থেকে পুনরায় স্কেটিংয়ের জগতে ফিরে আসার পর তার প্রায়ই মনে হচ্ছিলো শীর্ষ স্কেটারদের সাথে পাল্লা দেয়াটা কঠিন হয়ে উঠছে এবং ক্রমেই তার শারীরিক সীমাবদ্ধতার বিষয়টি তিনি উপলব্ধি করতে পারছিলেন। এনএইচকে।  

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]