প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপান কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার ক্রমেই বাড়ছে

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ।।

জাপানে কৃষিখাতে ড্রোন ব্যবহারের সংখ্যা দিন দিন বাড়ছে, অনেক কৃষকরা আজকাল ক্ষেতের সার্বিক অবস্থা আকাশ থেকে পর্যবেক্ষণ সহ বিভিন্ন উদ্দেশ্যে যানটি ব্যবহার করছে।

কৃষি ক্ষেত্রে ডেটাবেস তৈরী করতে ড্রোন খুবই কার্যকর এবং তা কৃষিকাজের পরিমান হ্রাস করতে সহায়ক, বিশেষ করে এমন একটা সময়ে যখন কৃষকরা তাদের উত্তরাধিকারী সৃষ্টি করতে হিমশিম খাচ্ছেন -কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তি নীতি অফিসের এক কর্মকর্তা বলেন।

জাপানে বিশেষায়িত প্রতিষ্ঠানের সহযোগিতায় কীটনাশক স্প্রে, সার এবং বীজ বুনতে মানুষবিহীন হেলিকপ্টার ব্যবহারের জন্যে নিবন্ধন করতে হয়।

কৃষিকাজে ২০১৫ সাল থেকে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। গত মাস পর্যন্ত নিবন্ধিত ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৩টিতে, ২০১৭ সালের মার্চের তুলনায় এই সংখ্যা প্রায় তিন গুন্।

ড্রোন ৮ থেকে ১০ লিটার কীটনাশক বহন করতে পারে। এক হেক্টর ধানক্ষেতে প্রায় ১০ লিটার কীটনাশক দরকার হয়। জিজিপ্রেস।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]